ঢাকারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাকলিয়ায় জোড়া খুন, প্রধান আসামি হাসান অস্ত্রসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৩, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নগরীর বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকারে গুলি করে সংঘটিত জোড়া খুন মামলার প্রধান আসামি মো. হাসান (৩৭) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে শুক্রবার (২ মে) দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার মো. হাসান বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান চালিয়ে ড্রেসিং টেবিলের পেছনে লুকানো একটি শপিং ব্যাগ থেকে একটি আমেরিকান তৈরি বিদেশি পিস্তল (7.65MM), দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলায় অংশ নেয় ১৩ জন সন্ত্রাসী, যারা ৬টি মোটরসাইকেলে করে এসে পরিকল্পিতভাবে হামলা চালায়। মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা, যিনি প্রাণে বেঁচে যান। হামলার নেপথ্যে ছিল এলাকায় অপরাধীদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের গ্রেপ্তারের প্রতিশোধ।

গত ১ এপ্রিল নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দী ছোট সাজ্জাদ, তার স্ত্রী শারমিন আক্তার তামান্না, মো. হাসানসহ সাতজনকে আসামি করা হয়।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মো. হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।”