ঢাকারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পতেঙ্গায় ৩৫ রোহিঙ্গা আটক, ভাসানচর ক্যাম্প থেকে পালিয়েছিল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৩, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা নাগরিক। শনিবার (৩ মে) সকালে চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কিছু রোহিঙ্গা নাগরিক পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে। পরে সেখানেই অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, তারা নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে চট্টগ্রাম শহরে ঢোকার চেষ্টা করছিলেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।