নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। চট্টগ্রাম থেকেই অন্তত ৫০ হাজারের বেশি নেতাকর্মী যোগ দিয়েছেন বলে দাবি হেফাজতের নেতাদের।
সমাবেশে দলটির পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ ও পেশাজীবীদেরও অংশগ্রহণের আহ্বান জানানো হয়। দুপুর ১টা পর্যন্ত চলবে এই মহাসমাবেশ।
হেফাজতের চার দফা দাবি:
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন।
৩. শাপলা চত্বরে ‘গণহত্যা’র বিচার ও সব মামলা প্রত্যাহার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধে সরকারের কার্যকর ভূমিকা।