ঢাকাশনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ হজযাত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৩, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে মদিনায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।

হজ ফ্লাইট শুরুর আগে চট্টগ্রাম বিমানবন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হজযাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও বিমানের কর্মকর্তারা এবং হাব ও আটাব-এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

এ বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি জেদ্দায় এবং তিনটি মদিনায় যাবে। গত বছর এই সংখ্যা ছিল ২২টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক জানিয়েছেন, হজ ফ্লাইটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে বিমানবন্দর ও ফ্লাইটে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫,২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।