আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, “জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তারা আর এই দেশে রাজনীতি করতে পারবে কি না, তা নিয়ে কোনো আলোচনা চলতে পারে না। তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। তাই দ্রুত তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলই সংস্কারের কথা বলছে। এখন সময় এসেছে একটি মৌলিক সংস্কারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার। যে সংস্কার দেশের শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি পরিবর্তন করবে। এই পরিবর্তন ছাড়া জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।”
নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে। শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, পারস্পরিক আস্থা ও সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। তা না হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্ট নাগরিক ও সমাজকর্মীরা।