ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সহযাত্রীদের ভোগান্তি এড়াতে বিমান পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৩, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহযাত্রীদের সম্ভাব্য ভোগান্তি বিবেচনা করে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানানো হয়েছে, আগামী ৪ মে (শনিবার) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। উক্ত ফ্লাইটটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় এনে ফ্লাইটটি লন্ডন-ঢাকা-সিলেট রুটে পরিচালনার প্রস্তাব দেয়, যাতে তিনি সরাসরি ঢাকায় পৌঁছাতে পারেন। তবে ফ্লাইটের অন্যান্য যাত্রীদের জন্য এ পরিবর্তন ভোগান্তির কারণ হতে পারে — এমন আশঙ্কায় বেগম জিয়া প্রস্তাবটি সৌজন্যমূলকভাবে প্রত্যাখ্যান করেন।

প্রেস উইং আরও জানায়, লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে তিনি ৪ মে রওয়ানা দিয়ে ৫ মে (রবিবার) দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।