ঢাকারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দেওয়ানবাজার খালে ভাসছে অজ্ঞাত লাশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৩, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নগরের দেওয়ানবাজার এলাকার একটি খালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখা গেছে।

শনিবার (৩ মে) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী থানার সিএন্ডবি পোল সংলগ্ন রুমঘাটার পেছনের খালে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার পরিদর্শক (তদন্ত) মো. রুবেল আফরাদ বলেন, “লাশটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে। ফলে মৃত ব্যক্তির পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।