কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে দলের সব সদস্যকে খারাপ বলা ঠিক নয়। আইন করে দলটি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে, তবে পারস্পরিক ভুল বোঝাবুঝিরও অবসান ঘটাতে হবে।
শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং পুনর্বিবেচনার মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করা উচিত। কারণ রাজনৈতিক সমাধান আইনি দমন-পীড়নের চেয়ে অধিক কার্যকর।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট চরিত্রের হয়ে উঠেছে, কিন্তু এর মানে এই নয় যে দলের প্রতিটি নেতা-কর্মী খারাপ বা দেশবিরোধী।”
মতবিনিময় সভায় ফরহাদ মজহার মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত।”
সভায় বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।