ঢাকাশনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহফুজ টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম বাজালিয়া ইউনিয়নের কুমিরা পাড়া এলাকার আব্দুল মালেক ড্রাইভারের ছেলে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহফুজ টাওয়ারের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় পূর্বে দায়ের করা একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।