বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের জন্য মানবিক করিডর দেয়ার বিষয়ে সরকার জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ করেনি। এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে জাতীয় শ্রমিকদলের আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “সরকারকে বিদেশি পরামর্শের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। রোহিঙ্গা ইস্যুতে একক সিদ্ধান্ত চাপিয়ে দিলে ফ্যাসিবাদ জন্ম নেয়।”
দেশে চলমান সংস্কার আলোচনায় শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর অনুপস্থিত বলেও উল্লেখ করেন বিএনপি নেতা। তিনি বলেন, “১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৮ কোটি মানুষ শ্রমজীবী। তাদের উপেক্ষা করে উন্নয়ন বা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব নয়।”
নির্বাচন ও সংস্কার—এই দুই প্রক্রিয়াকে মুখোমুখি না দাঁড় করিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্ট সমর্থন যৌক্তিক নয়। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে পারে।”