ঢাকাশুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় হত্যা ও ডাকাতি মামলাসহ একাধিক অপরাধে অভিযুক্ত মো. ফয়সাল (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার বাসিন্দা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ফয়সাল হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) খুনের মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা, ডাকাতির প্রস্তুতি, সরকারি কাজে বাধা, গুরুতর আঘাত এবং মারামারির একাধিক অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, “ফয়সাল বর্তমানে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”