চট্টগ্রাম নগরের খাল ও নালার উন্মুক্ত জায়গাগুলোতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ইতোমধ্যে ৫৬৩টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অস্থায়ীভাবে বাঁশ ও লাল ফিতার মাধ্যমে নিরাপত্তাবেষ্টনী বসানো হচ্ছে।
চসিক সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল চকবাজারের কাপাসগোলায় খালে পড়ে ছয় মাসের শিশু সেহরিশের মৃত্যুর পর মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের ঝুঁকিপূর্ণ খাল-নালা চিহ্নিত করে দ্রুত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর চসিকের ৪১টি ওয়ার্ডে জরিপ চালিয়ে ৫৬৩টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
চসিকের তথ্য অনুযায়ী, এসব স্থানে ৮৬৩টি স্ল্যাব বসানো এবং ১৫৬ জায়গায় নিরাপত্তাবেষ্টনী নির্মাণ প্রয়োজন। আপাতত অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও ভবিষ্যতে স্থায়ী সুরক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান।
চসিকের হিসাব অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত নগরের খাল ও নালায় পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এই প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ নগরবাসী দীর্ঘদিন ধরে সুরক্ষাব্যবস্থা জোরদারের দাবি জানিয়ে আসছিলেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “খাল, নালা ও ড্রেনে পড়ে মৃত্যুর ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আপাতত বাঁশ দিয়ে অস্থায়ী নিরাপত্তাবেষ্টনী দেওয়া হচ্ছে, পরে স্থায়ী বেষ্টনী নির্মাণ করা হবে।”