চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের ৪১টি ওয়ার্ডে ২০ হাজার শ্রমিককে টিসিবি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে টাইগারপাস মোড়ে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
মেয়র বলেন, “শ্রমিকরা দিনের পর দিন পরিশ্রম করে চলেছে, অথচ অধিকাংশই মানবেতর জীবন যাপন করছে। একজন সেবক হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—শ্রমিকদের পাশে থাকব। টিসিবি কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে পণ্য পাবেন, বয়স্কভাতা, বিধবাভাতা ও দুর্ঘটনাজনিত সহায়তাও অন্তর্ভুক্ত থাকবে।”
তিনি আরও জানান, “নগরবাসীর জন্য নাগরিক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যার আওতায় দুর্ঘটনায় কেউ পঙ্গু হলে ভাতার ব্যবস্থা থাকবে।”
মেয়র শাহাদাত বলেন, “ভোটাধিকার আদায়ের মধ্য দিয়েই শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আমাদের নতুন স্লোগান হবে—‘মে দিবস দিচ্ছে ডাক, ভোটাধিকার ফিরে পাক।’ শ্রমিকবান্ধব সরকার ছাড়া দেশের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভব নয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।
মেয়র তার বক্তব্যে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, সম্মানজনক মজুরি এবং হয়রানি ও বৈষম্য থেকে মুক্তি নিশ্চিত করতে প্রশাসনসহ সমাজের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।