চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে আবদুস সালাম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে রিকশাচালক মো. কাশেম ও রেহেনা আক্তারের টিনশেড ও বাঁশের বেড়ার তৈরি কাঁচা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয়রা জানান, ঘুমের মধ্যেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। তবে পরিবারের সদস্যরা কোনোরকমে প্রাণে বেঁচে ঘর থেকে বের হতে সক্ষম হন। আগুনে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা যায়নি।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।