ঢাকাবৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুরোদমে চালু হলো পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, সরাসরি ভিড়ল আমদানি পণ্যবাহী জাহাজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

দুই দফা পরীক্ষামূলক কার্যক্রম শেষে চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) প্রথমবারের মতো সরাসরি একটি আমদানি পণ্যবাহী জাহাজ ভিড়েছে।

মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে ছেড়ে আসা ‘মায়ের্স্ক চট্টগ্রাম’ নামের জাহাজটি বুধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ১,৭১২ টিইইউস কনটেইনার নিয়ে পিসিটি-১ জেটিতে নোঙর করে।

এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের প্রথম বিদেশি অপারেটর পরিচালিত পিসিটিতে পূর্ণাঙ্গভাবে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম শুরু হলো। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দুটি জাহাজ পরীক্ষামূলকভাবে পণ্য খালাস করে, তবে সেগুলো সরাসরি পিসিটির জেটি ঘোষণা দিয়ে আসেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, পিসিটিতে রপ্তানি, খালি ও আমদানি কনটেইনার হ্যান্ডলিং চালু হওয়ায় বন্দরে কনটেইনার জট কমবে। ইতোমধ্যে স্ক্যানার স্থাপন ও কাস্টমসের জনবল পদায়নের কাজও সম্পন্ন হয়েছে।

প্রায় ১,২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনালে বছরে প্রায় ৪ লাখ ৫০ হাজার টিইইউস কনটেইনার পরিচালনা করা সম্ভব। ২০২৩ সালের ডিসেম্বরে ২২ বছরের জন্য আরএসজিটি অপারেটর হিসেবে দায়িত্ব পায়। প্রতি কনটেইনার হ্যান্ডলিংয়ে বন্দর পাবে ১৮ ডলার করে।