কক্সবাজারের টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে চার জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার (১ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয় রোহিঙ্গা নেতারা। অপহৃতরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জাদিমুড়া ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, মাছ ধরতে গিয়ে তারা আরাকান আর্মির হাতে পড়ে। আরও কয়েকজন জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসেন।
টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দীন জানান, অপহরণের অভিযোগ পেয়েছেন এবং বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।