ঢাকাবৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় মাটি খুঁড়ে মিলল লুট হওয়া গ্যাস গান ও শেল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের সরঞ্জাম লুটের ঘটনায় ব্যবহার হওয়া একটি গ্যাস গান ও ১৭টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব কলাউজান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে একটি পরিত্যক্ত স্থানে এগুলো পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা নাজির হোসেন জানান, বাড়ি নির্মাণের সময় শ্রমিকরা মাটির নিচে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তাকে জানায়। পরে তিনি পুলিশে খবর দিলে লোহাগাড়া থানা ও ফায়ার সার্ভিস যৌথভাবে অস্ত্র ও শেলগুলো উদ্ধার করে।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত গ্যাস গান ও শেলগুলো গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানায় হামলার ঘটনায় লুট হওয়া বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।