ঢাকাবৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রনাথ পাহাড়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ডের গহীন চন্দ্রনাথ পাহাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকার একটি দুর্গম স্থান থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, পাহাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা প্রথমে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে যুক্ত করে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, থানা পুলিশের নির্দেশে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, মরদেহটির এখনো পরিচয় শনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।