ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভয়াল ২৯ এপ্রিল স্মরণে কফনের কাপড়ে কুতুবদিয়াবাসীর অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩০, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভয়াল ২৯ এপ্রিলের স্মরণে কফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছে কুতুবদিয়ার বাসিন্দারা। মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কুতুবদিয়া-মগনামা ফেরি চালুর জোর দাবি জানান।

‘কুতুবদিয়া সমিতি’ ও ‘কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, “প্রতি বছর বরাদ্দের নামে নাটক হয়, লুটপাট হয়। আমরা আর সহ্য করব না। এখনই চাই টেকসই বেড়িবাঁধ।”

৩টি প্রধান দাবি

১. কুতুবদিয়ার চারপাশে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ
২. কুতুবদিয়া-মগনামা ঘাটে ফেরি চালু
৩. ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা

কর্মসূচিতে বক্তব্য রাখেন কুতুবদিয়া সমিতির সভাপতি প্রফেসর গিয়াস উদ্দিন, সদস্য সচিব আশরাফুল হুদা জামশেদ, সাংবাদিক এহসান আল কুতুবী, সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা হুঁশিয়ার করে বলেন—দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নিলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

কুতুবদিয়ার নিজস্ব শিল্পী শাহীন আবরার তার লেখা ও সুর করা গান পরিবেশন করেন—‘হোক প্রতিবাদ, মুক্তি চাই; টেকসই বেড়িবাঁধ চাই।’ উপস্থিত সবাই সেই স্লোগানে সায় দেন।

১৯৯১ সালের এই দিনে ভয়াল ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ায় কয়েক হাজার মানুষ প্রাণ হারায়। সেই স্মৃতিকে ঘিরেই প্রতিবছর নানা কর্মসূচি হয়। এবার কুতুবদিয়া, চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন স্থানে দ্বীপবাসীরা টেকসই বেড়িবাঁধ এবং ফেরির দাবিতে একযোগে কর্মসূচি পালন করছেন।