ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে এনসিপির নগর ও জেলা কমিটি প্রস্তাবনায় তিন সদস্যের টিম গঠন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩০, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম নগর ও জেলা ইউনিট গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি তদারকি টিম গঠন করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন এই টিম অনুমোদন দেন।

গঠিত টিমে অঞ্চল তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জোবাইরুল হাসান আরিফ। তার সঙ্গে টিমের সংগঠক হিসেবে থাকবেন আজিজুর রহমান রিজভী ও আরমান হোসাইন।

চট্টগ্রাম নগর ও জেলা কমিটি প্রস্তাবের সঙ্গে সমন্বয়ের জন্য আরও ৯ জন সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা হলেন— তাসনূভা জাবীন,হাসান আলী, সাগুফতা বুশরা মিশমা, মীর আরশাদুল হক, আহসানুল মাহবুব জুবায়ের,ইমরান শাহরিয়ার,নীলা আফরোজ,জাওয়াদুল করিম,জুবাইর আলম ।

দলীয় সূত্রে জানা গেছে, এই টিম আগামী কয়েক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি প্রস্তাবিত কমিটি চূড়ান্ত করবে।