রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া প্রাক্তন ইসকন নেতা ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।
এর আগে দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।
তবে বিকেলে রাষ্ট্রপক্ষের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন, যার শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ দেন।
এই আদেশের ফলে আপাতত চিন্ময় কৃষ্ণ দাস কারামুক্তি পাচ্ছেন না।