তরুণ আলেম মাওলানা রঈস উদ্দীনের পুলিশি হেফাজতে নির্মম মৃত্যু ও শহীদ কন্যা লামিয়ার উপর সংঘটিত ধর্ষণ-হত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম” ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা। বক্তারা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা, প্রশাসনের নির্লিপ্ততা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ছাত্রনেতারা বলেন, “যে রাষ্ট্র হেফাজতে থাকা একজন ধর্মপ্রাণ নাগরিকের প্রাণ বাঁচাতে ব্যর্থ, এবং গণআন্দোলনের শহীদের কন্যার উপর হওয়া বর্বর নির্যাতনের বিচার নিশ্চিত করতে পারে না—সে রাষ্ট্র সাধারণ নাগরিকের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”
বক্তারা দাবি করেন, দেশে আইনের শাসন ও প্রশাসনিক জবাবদিহিতা কার্যত মুখ থুবড়ে পড়েছে। সংবিধান অনুযায়ী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য হলেও বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব থেকে সরকার ও তার উপদেষ্টারা সরে দাঁড়াচ্ছেন। মানববন্ধন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, “এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে একজোট হওয়ার। যারা জনগণের ওপর দমন চালাচ্ছে, ন্যায়বিচারের পথ রুদ্ধ করছে—তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।”