চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক কিশোর ক্রিকেটারের ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে ১২ বছর বয়সী রাহাত খানের লাশ উদ্ধার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস জানিয়েছেন।
রাহাত চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত; এই কিশোর চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ নদী থেকে ভাসমান অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাহাতের সাথে তার সহপাঠী ওয়াহিদের কিছু দ্বন্দ্ব ছিলো। সেই দ্বন্দ্বের জের ধরে তাকে ওয়াহিদসহ ৭/৮জন খেলতে যাওয়ার নামে বের করে হামিদচরের দিকে নিয়ে যায়। তারপরে থাকে সেখানে হত্যা করে। তারপরে তারা তার শার্ট ব্যতীত অন্যান্য পোশাক ব্যাগে ভরে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে ফেলে।
আরও জানা যায়, রাহাতের বন্ধুরা বাসায়, স্কুলে বা কাউকে কিছু না বলে বাসায় গিয়ে বসে ছিলো। পরবর্তীতে রাহাতের স্কুলের এক শিক্ষক তার বাসায় এ ঘটনা সম্পর্কে অবহিত করেন। পরে আত্মীয় স্বজন সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ও পুলিশকে অবগত করেন।
অপরদিকে, অভিযুক্ত ওয়াহিদের চাচা সিটিজিপোস্টকে বলেন, আমরা এখনও জানি না কি হুয়েছে। আমরা চেষ্টা করেছি ওকে মানুষ করার, নিজেদের সাধ্যমতো। ঘটনা সম্পর্কে আমরা জেনেছি, তবে আমরা সত্যের অপেক্ষায় থাকবো।
জানা গেছে, পুলিশ অভিযুক্ত ওয়াহিদসহ চারজনকে গ্রেফতার করেছে। নিহত রাহাতের পরিবার এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুরাতন চাঁন্দগাও থানায় একটি জিডি দায়ের করেছে।
চাঁন্দগাও থানা সূত্রে জানা গেছে, “মঙ্গলবার থেকে রাহাতের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আজকে লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ৪জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রাহাতকে খেলতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।“