চট্টগ্রামের আদালত চত্বর এলাকা থেকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে একজন হলেন মো. ইকবাল হোসেন ইমন, যিনি লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার বাসিন্দা এবং চলতি বছরের জানুয়ারিতে এক নির্মাণশ্রমিক হত্যার ঘটনায় গ্রেপ্তার হন। অপরজন, আনোয়ার হোসেন, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মাদক মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি লোহাগাড়ার রাবার ড্যাম স্টেশন এলাকার একটি মন্দিরের সামনে নির্মাণশ্রমিক মো. জাহেদের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, অনলাইন জুয়ার লেনদেন নিয়ে বিরোধের জেরে বন্ধুরাই তাকে শ্বাসরোধে হত্যা করে। এ মামলায় গ্রেপ্তার হন ইমন।
প্রিজনভ্যানে তোলার সময় কীভাবে তারা পালিয়ে গেল—তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম জেলা কোর্টের পরিদর্শক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “দুই আসামি প্রিজনভ্যানে ওঠার সময় পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই তাদের আবার আটক করা হবে।”
এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও পুলিশের দায়িত্বে অবহেলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।