বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে। এনামুল হক নামে এক ব্যক্তি গত মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে এ মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গতকাল মঙ্গলবার তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া শুরু করে।
ভাটার থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, আজ (গতকাল) আমাদের কাছে নথি এসে পৌঁছেছে। থানায় সেটি লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলায় আসামির মধ্যে অভিনয়শিল্পী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিমের নামও রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার মিরপুরে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় গত ২০ এপ্রিল ঢাকার আদালতে করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়। আসামি তালিকায় অভিনেতা ইরেশ যাকেরও রয়েছেন। বিষয়টি আলোচনায় আসতেই ইরেশের বিরুদ্ধে মামলা হওয়াকে ‘বিরক্তিকর’ বলে বর্ণনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।