ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচারী আদেশ মানতে গিয়ে পুলিশ জনরোষের মুখে পড়েছে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচারী সরকারের অবৈধ ও অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী বহুবার জনরোষের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এর ফলে অনেক সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্যকেও মাশুল দিতে হয়েছে।” তিনি আরও বলেন, দেশের শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, “পরাজিত শক্তি যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে পুলিশকে সচেতন থাকতে হবে।”

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “যেকোনো হয়রানির ঘটনায় সব শ্রেণি-পেশার নারীরা যেন পুলিশের হটলাইনে ফোন করে দ্রুত সেবা পায়—এটি নিশ্চিত করতে হবে।”

এছাড়া, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। “মাঠ পর্যায় থেকে শুরু করে প্রতিটি স্তরে পুলিশকে জনগণের জন্য কাজ করতে হবে,” বলেন ড. ইউনূস।

এ বছরের ১১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক’ প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা তাদের হাতে ব্যাজ পরিয়ে দেন।