চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা থেকে যুবলীগ কর্মী আনিসুল ইসলাম (৪১)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয়।
আটক আনিসুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং মাষ্টার পাড়া এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
পুলিশ জানায়, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় কোতোয়ালী এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন আনিসুল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।