ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে তারেক রহমানের খালাতো ভাইয়ের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পদ অর্জন এবং কর ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এ সময় তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আদালতে উপস্থিত ছিলেন। তুহিন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে গুলশান থানায় দুদক তার বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদের অভিযোগে দুটি মামলা দায়ের করে। ২০০৮ সালে কর ফাঁকির মামলায় তাকে দুই ধারায় মোট ৮ বছরের কারাদণ্ড দেন আদালত, যা একত্রে চলায় কার্যকর দণ্ড হয় ৫ বছর। একই বছর অবৈধ সম্পদের মামলায় আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তুহিন এসব মামলার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আজ তিনি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।