ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা রঈস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদ এর বিক্ষোভ ও মশাল মিছিল

নিউজ ডেস্ক | সিটিজিপোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সুফিবাদী সুন্নি ঘরানার তরুণ আলেম ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি মাওলানা রঈস উদ্দীনের নির্মম হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদী মশাল মিছিল। শনিবার সন্ধ্যা ৭টায় ষোলশহর দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানে এই কর্মসূচির আয়োজন করে সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদ।

 

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা দাবি করেন, মাওলানা রঈস উদ্দীন পুলিশি হেফাজতে থাকার পরও একটি উগ্র ও বিভ্রান্ত মবের হাতে নির্মমভাবে নিহত হন। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, বরং এটি পরিকল্পিতভাবে একটি চিন্তাধারাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকারীরা এখনো রাষ্ট্রের নীরবতার সুযোগ নিয়ে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও বিচারহীনতার করাল চিত্র তুলে ধরে।

 

মশাল মিছিলে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ বক্তা এনাম রেজা, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর প্রতিনিধি ইব্রাহিম খলিল, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিনিধি তাওহিদ আলীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি আকিব হাসান মাহী, এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম এলাহী। কর্মসূচির সমন্বয়ক ছিলেন সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের আহবায়ক রকিবুল হাসান রাকিব।

 

বক্তারা জানান, মাওলানা রঈস উদ্দীনের হত্যাকাণ্ড রাষ্ট্র ও সমাজের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরেছে—পুলিশি হেফাজতেও একজন আলেম নিরাপদ না হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।