ঢাকামঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে সাগর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বেড়িবাঁধ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সাগরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন বাঁশখালী থানা পুলিশকে খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

মরদেহটির পরিচয় এখনও শনাক্ত হয়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে অনেকেই এটিকে ‘সন্দেহজনক মৃত্যু’ বলে মনে করছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।