ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ৩৫বছর পর চাকসু নির্বাচন, আলোচনায় আছেন যাঁরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রায় তিন দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের সমাবর্তনের পরপরই ঘোষণা করা হবে চাকসুর রোডম্যাপ। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জুলাই বা আগস্ট মাসে। দীর্ঘ বিরতির পর এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও প্রত্যাশা, ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও সংগঠনের আরেক নেতা শাহরিয়ার লিমন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনূন এবং খান তালাত মাহমুদ রাফি, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)-এর মুখপাত্র জগলুল আহমেদ এবং বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীও রয়েছেন আলোচনায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, “চাকসু নির্বাচন যেন শুধুই আনুষ্ঠানিকতা না হয়ে ওঠে। ছাত্রদের প্রকৃত সমস্যা ও দাবিগুলো যেন নির্বাচনের মূল বিষয় হয়—এই প্রত্যাশাই আমাদের।”