ঢাকামঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চমেক ছাত্রদল কর্মী আদিব হত্যা মামলার ১২ ছাত্রলীগ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

২০১১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ১২ আসামিকে পুনরায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আলোচিত এই মামলার পটভূমিতে জানা যায়, ২০১১ সালের ১৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আবিদকে ছাত্রলীগ কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ২১ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আবিদের মামা নেয়ামত উল্লাহ বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। অভিযুক্তদের মধ্যে ছিলেন চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ ও মেডিকেলের তৎকালীন ভিপি মফিজুর রহমান জুম্মা। তদন্তের পর ১০ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় এবং ২০১৯ সালের ১৯ জুলাই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত বাকি ১২ আসামিকে খালাস দেন।

চার বছর পর নিহতের মামা হাইকোর্টে রায় বাতিলের আবেদন করলে আজ আদালত ওই ১২ জনকে পুনরায় বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।