দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অপকর্ম বন্ধ করুন। না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে।”
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “দলের কেউ অন্যায় করলে জেলা নেতারা যেন তাদের শক্ত হাতে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের দিনেই সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালানোর সময়টুকুও দেয়নি। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল আওয়ামী লীগ সরকার। খারাপ কাজের জন্যই তাদের বিদায় নিতে হয়েছে।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ এসেছে। বিএনপি ক্ষমতায় গেলে শান্তি-সম্প্রীতির দেশ গড়ে তুলবে এবং জনকল্যাণে কাজ করবে।”