ঢাকাসোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সংঘর্ষ : আরও ৪ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৮, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ৬টার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইব্রাহিম (৪০), মনির আহম্মদ (৫০), মো. রবিন ইসলাম (২৫) এবং আরাফাতুল ইসলাম নোমান (২২)

সম্প্রতি চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে গত কয়েক দিনে নগরজুড়ে প্রায় তিন হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে।

গত বুধবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানকালে গ্যারেজ থেকে রিকশা জব্দ করা ছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে রিকশাচালকরা কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল বের করে বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন। এতে আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। রিকশাচালকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ছুড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালকরা অলিগলিতে ছড়িয়ে পড়ে। প্রায় দুপুর ১২টা পর্যন্ত চালকদের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন চালককে আটক করে এবং আরও কয়েকটি গ্যারেজে অভিযান চালানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সংঘর্ষের সময় পাঁচজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় গ্রেপ্তারকৃতদের দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছি।”