বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। ঢাকায় আয়োজিত মহাসমাবেশ শেষে ফেরার পথে তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আটকিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে গাজীপুরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক শাহেদুল আলম এক যৌথ বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সংগঠনের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
রইস উদ্দিনের মৃত্যুতে সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।