ঢাকামঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই : ড. ইউনূস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৮, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’-তে তিনি এ তথ্য জানান।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে এবং মে মাসের শুরুতেই তার বিচার শুরু হবে। পোস্টে আরও উল্লেখ করা হয়, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার সরাসরি সংশ্লিষ্টতা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। সেই ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে।”

সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের ‘মধুচন্দ্রিমা’ শেষ হচ্ছে কিনা। জবাবে ড. ইউনূস বলেন, “জনগণের মাঝে এখনো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে। আজ পর্যন্ত কেউ আমাদের সরাসরি নির্বাচন দিতে বলছে না। মানুষ এখনো মনে করছে, অন্তর্বর্তী সরকারই সঠিক সমাধান দিচ্ছে।”

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, “আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি যাতে রোহিঙ্গারা নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে।”

দেশের নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, “যদি সংস্কারের তালিকা ছোট হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তালিকা বড় হলে আগামী বছরের (২০২৬) জুনের মধ্যে নির্বাচন হবে। তবে জুনের পরে নির্বাচন আর পেছাবে না।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও অর্থবহ নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে