ঢাকামঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ চট্টগ্রামে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৮, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্ণফুলী উপজেলায় ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশে খলিল মীর কলেজসংলগ্ন স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

পরিদর্শনকালে হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন উপদেষ্টা। তিনি বলেন, “এই স্থানে হাসপাতাল নির্মিত হলে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া ও কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা পাবে।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।

সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের নকশা চূড়ান্ত করে হাসপাতালের নির্মাণকাজ শুরু করতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।