ঢাকাসোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ কন্যা লামিয়ার মৃত্যুতে চট্টগ্রামে স্যাডের প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক | সিটিজিপোস্ট
এপ্রিল ২৭, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)। “লামিয়ার আত্মহত্যা নয়, রাষ্ট্রীয় হত্যা — আমরা বিচার চাই!”— শীর্ষক এই সমাবেশটি আজ (রবিবার) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয়। 

 

সমাবেশে স্যাড নেতারা বলেন, লামিয়ার মৃত্যু আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও বিচারহীনতার নিষ্ঠুর ফল। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য, গত ১৯ মার্চ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়া অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ দিলেও যথাসময়ে চিকিৎসা ও আলামত সংগ্রহের ব্যবস্থা করা হয়নি। পরে পরিবারহীন হয়ে পড়া লামিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন স্যাড-এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. জমির উদ্দিন, সদস্য সচিব আবির বিন জাবেদ, মুখপাত্র জগলুল আহমেদ, স্যাড চট্টগ্রাম দক্ষিণের মুখপাত্র শিশির আজাদ চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আব্দুর রহমান, জুলাই রেকর্ডসের প্রতিনিধি সুলাইম মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিনা রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন, ‘‘শহীদের কন্যাকে রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমরা শুধু বিচারের জন্য নয়, ভবিষ্যতে এমন আর না ঘটে— সেই দায়িত্ববোধ নিয়ে আজ এখানে একত্র হয়েছি।’’