চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাঠবোঝাই পিকআপের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজন অটোরিকশার যাত্রী এবং একজন অটোরিকশাচালক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে তোরাব আলী, কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার এবং হাটহাজারীর সত্তার ঘাট এলাকার মাহমুদুর রহমান। অন্য তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতবুনিয়ায় সাপ্তাহিক হাটে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন অটোরিকশার যাত্রীরা। পথে রাবার বাগান এলাকায় পৌঁছালে কাঠবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপটি জব্দ করেছে পুলিশ। তবে পিকআপচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অটোরিকশা ও কাঠবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোট ছয়জন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”