ঢাকাসোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরের কোতোয়ালীতে ছাত্রলীগ-যুবলীগ কর্মীসহ তিনজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৭, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে এক তরুণ ও দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার তিনজনই ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কোতোয়ালী থানার রেলওয়ে কোয়ার্টার্স এলাকার মো. মুরাদের ছেলে মো. ইমন (১৯), চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর এলাকার অরুন সেনের ছেলে টিংকু সেন (৩৭) এবং আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের মৃত আজিজুল হকের ছেলে মো. তারেক (৩৭)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই বিস্ফোরক দ্রব্য আইনে ও অন্যান্য ধারায় কোতোয়ালী থানায় পূর্বের মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।