চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় গার্মেন্টস শ্রমিক তানজিনা বেগম (২৩) খুন হয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে স্টিলমিল খাল পাড় এলাকার চেয়ারম্যান গলির একটি বাসা থেকে তানজিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পতেঙ্গা থানা ও স্থানীয় সূত্র জানায়, নিহত তানজিনা নেত্রকোণার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি স্বামী ও ভাইয়ের সঙ্গে এনামুল বিল্ডিংয়ের নিচতলায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং গার্মেন্টসে কাজ করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী তানজিনাকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের ভাই জানান, রাতে বাসায় এসে দরজা তালাবদ্ধ দেখতে পেয়ে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি এনে ঘরে ঢুকে তানজিনার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ভাই থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।