ফিলিস্তিনের পক্ষে রাজধানী ঢাকায় ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুন্নি ছাত্র-জনতা নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে।
বিশেষ করে নগরের মুরাদপুর এলাকায় রাত ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। ব্যানারে লেখা ছিল—‘সর্বস্তরের সুন্নি ছাত্র-জনতা’। রাত ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ সময় বহদ্দারহাট, দুই নম্বর গেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের দাবি, দেশের পীর-মাশায়েখদের উদ্যোগে ২৬ এপ্রিল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ আহ্বান করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য অবিলম্বে প্রশাসনিক অনুমতি দিতে হবে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার উপকমিটির সদস্য মাওলানা মুহাম্মদ এনাম রেজা জানান, “শুক্রবার সকাল ১০টার মধ্যে অনুমতি না পেলে জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।”