চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি কুমিল্লারই আরেক বলী রাশেদকে পরাজিত করে শিরোপা অর্জন করেন।
বলীখেলার মূল পর্ব বিকেল ৪টায় শুরু হয়। চূড়ান্ত লড়াইয়ে বাঘা শরীফের অভিজ্ঞতা ও কৌশলের কাছে রাশেদ পরাজিত হন। বাঘা শরীফ গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবারে তার গুরু এবং চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী প্রতিযোগিতায় অংশ নেননি, যাতে শিষ্যরা নিজেদের মেলে ধরতে পারেন।
এবারের বলীখেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৮০ জন বলী অংশ নেন। তৃতীয় স্থান অর্জন করেন খাগড়াছড়ির সৃজন চাকমা, যিনি গত বছরও একই স্থান অর্জন করেছিলেন।
জব্বারের বলীখেলা ১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগরের উদ্যোগে শুরু হয়। প্রতি বছর বৈশাখ মাসের ১২ তারিখে এই আয়োজন হয়ে আসছে। বলীখেলা কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।