ঢাকাশুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের ৯ দিন পর মুক্তি পেল চবির ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৫, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কোথায়, কখন এবং কীভাবে তাদের মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন—চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি চাকমা। অপহৃতদের একজন, রিশন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখার সদস্য।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপহৃত পাঁচ শিক্ষার্থী এখন পরিবারের সঙ্গে ফিরে গেছেন। তিনি বলেন, “আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।”

অপহরণের পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী পুরো খাগড়াছড়ি এলাকায় টানা অভিযান পরিচালনা করে। কারা এ অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়।