খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের ঘটনায় চলমান উদ্ধার অভিযানের মধ্যে শনিবার (১৯ এপ্রিল) আরও দুইজন অপহরণের শিকার হয়েছেন। অপহৃতরা বেসরকারি মোবাইল ফোন নেটওয়ার্ক প্রতিষ্ঠান রবি’র দুই টেকনিশিয়ান— মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।
ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ধর্মঘর এলাকার মোবাইল টাওয়ারে মেরামত কাজে যান ইসমাইল ও আব্রে। কাজ শেষে টাওয়ার থেকে নামার পরপরই সশস্ত্র দুর্বৃত্তরা তাদের অস্ত্রের মুখে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “রবি কোম্পানির দুই টেকনিশিয়ানকে অপহরণের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিতভাবে থানায় অভিযোগ বা নিখোঁজ ডায়েরি করেনি।”
উল্লেখ্য, এর আগে ২২ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় একযোগে ৮টি মোবাইল ফোনের টাওয়ারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা। তখনো পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের ঘটনায় নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনো কারা এই অপহরণে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পাহাড়ে এ ধরনের ঘনঘন অপহরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।