চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দুই নারী দগ্ধ হয়েছেন।
রোববার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রাউজান পৌরসভার বাসিন্দা লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)।
অটোরিকশাচালক মো. জমির জানান, যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাওয়ার পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হঠাৎ তাদের অটোরিকশার দিকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে যাত্রীদের মধ্যে দুইজন দগ্ধ হন। সৌভাগ্যক্রমে অটোরিকশার গ্যাস সিলিন্ডারের লাইন কেটে দেওয়ার কারণে বিস্ফোরণ ঘটেনি।
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ইনচার্জ নুরুল আলম আশেক জানান, “দগ্ধ দুই নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।