ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২০, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি সড়ক থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকালে খাগড়াছি সদরের মহাজন পাড়া এলাকা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শাপলা চত্বর প্রদক্ষিণ করে আদালত এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা দ্রুততম সময়ের মধ্যে অপহৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়ে নানা স্লোগান দেন। সমাবেশে বক্তারা জানান, পাহাড়ে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপহরণকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা একইসঙ্গে রাঙামাটির কাউখালীতে এক নারীর ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী তুষন চাকমা ও সুমতি চাকমা ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ) এবং বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)-এর নেতারা।

এদিকে অপহরণের ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। পাহাড়ে এ ধরনের অপহরণ ও সহিংস ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে।