ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২০, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কিংবা পুলিশ নিষ্ক্রিয় থাকলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। ভবিষ্যতে যদি দেখা যায় পুলিশ ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে নিষ্ক্রিয় থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যারা এ দায়িত্ব পালন করবে না, তাদের দায়িত্বে রাখা যাবে না। তারা যদি এসব কার্যক্রম কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের জবাবদিহি করতে হবে।”

থানা পরিদর্শনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা দেখছি পুলিশ সদস্যদের আবাসন, খাবার ও কাজের পরিবেশ কেমন। তাদের থেকে কাজ আদায় করতে হলে আগে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

এ সময় উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব এবং তুরাগ থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, “নিচের স্তরের পুলিশ সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে সরকার একই বিভাগে পোস্টিং দেওয়ার বিষয়টি ভাবছে।”

পুলিশ সদস্যদের বদলি হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ না দেওয়া নিয়ে তিনি বলেন, “এ বিষয়ে যদি কেউ তথ্য দেন, তাহলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আপনাদের (সাংবাদিকদের) তালিকা দিলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”

স্বরাষ্ট্র উপদেষ্টা এও জানান, “বর্তমানে ঢাকার প্রায় সব থানার প্রশাসনিক কাঠামো নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে আইন-শৃঙ্খলা আরও উন্নত করা যায়।”