ঢাকাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের উদ্যোগে চট্টগ্রামে বির্জাখাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৯, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

‘সবার সহযোগিতায় বির্জাখাল পাবে প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে বির্জাখাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নগরীর বাকলিয়া ইছহাকের পুল এলাকার অছিমিয়া দোস্ত ভবনের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন নগর জামায়াত আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম নগরী কারও একার শহর নয়। জলাবদ্ধতা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াতের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছরে উন্নয়নের নামে নগরকে জলাবদ্ধতার নগরীতে পরিণত করা হয়েছে। এখন থেকে আমরা আইন বাস্তবায়নে কঠোর হবো।”

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “নগরের উন্নয়নে আমরা সিটি করপোরেশনকে সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত। কিছু বাজার ও স্কুল পরিচর্যার দায়িত্ব দিলে জামায়াতের কর্মীরা তা দৃষ্টান্তমূলকভাবে পরিচালনা করবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ সিটি করপোরেশন এবং চউক কর্মকর্তারা।

গণসমাবেশ শেষে অতিথিরা প্রতীকীভাবে খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।