ঢাকাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবিতে চাকসু নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৭, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ছাত্রশিবির চবিশাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর এ স্মারকলিপি প্রদান করে। এতে দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রূপরেখা ও সময়সূচি ঘোষণা করার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা সম্পাদক মোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, এবং এফ রহমান হল সভাপতি মোনায়েম শরীফ।

উপাচার্য ও উপ-উপাচার্য প্রশাসনের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অফিস কর্তৃপক্ষ স্মারকলিপিটি গ্রহণ করেন। পরে বিষয়টি প্রক্টর বরাবর হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। সেই বছরই গঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদের ভূমিকা নিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য।

চাকসুর প্রথম নির্বাচন হয় ১৯৭০ সালে, পরবর্তী নির্বাচন ১৯৭১, ১৯৭৩, ১৯৮০ এবং সর্বশেষ ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। তবে সে বছর ছাত্র ঐক্য নেতা ফারুকুজ্জামান নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে নির্বাচন বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে আর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

চলমান সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে চাকসু নির্বাচন নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনও একে একে দাবিতে সোচ্চার হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, “তিন দশক ধরে যে সংগঠনটি অকার্যকর, সেটি আবার চালু হলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি হবে।”

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নির্বাচন আয়োজন নিয়ে নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা চলছে।